ক্রমশ বড় হয়ে উঠছে নৈর্ঋত। বেশিদিন তার বয়স না, হাতে সময় গুনলে কিশোরবেলা। কিন্তু ধীরে ধীরে পত্র পুষ্পে সেজে সে মহীরুহের স্বপ্ন দেখাচ্ছে। খুবই অল্প দিন আগের কথা, কখন যে কীভাবে এদের সঙ্গে জুটেছিলাম, এখন মনে নেই। নৈর্ঋত থেকে আমার প্রথম প্রকাশিত বই ‘সেই রাতের ঘটনা’। পরে আরও দুটি বই প্রকাশিত হয়। নৈর্ঋত থেকে প্রকাশিত ‘জলফড়িং’এও নিয়মিত লিখি। নৈর্ঋত তার নিজের মতো করে এগিয়ে চলেছে। ইতোমধ্যেই কলেজ স্ট্রিটে ওদের স্থায়ী ঠিকানা হয়েছে। নৈর্ঋত সফলতা পাক, আরও ভালো ভালো বই প্রকাশ করে আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করুক।