দীপান্বিতা রায় : নৈর্ঋত প্রকাশনের সঙ্গে আমার যোগাযোগ বেশ কয়েক বছরের। তাদের শারদীয়া জলফড়িং সংখ্যায় আমি নিয়মিত লিখে থাকি। জলফড়িং শারদীয়া সংখ্যাটি রীতিমত আকর্ষণীয় হয়। গল্প, উপন্যাস, ছড়া, কবিতা প্রবন্ধ সবই থাকে এবং প্রতিটিই বেশ উন্নত মানের। যেটা সবথেকে ভালো লাগে যে এই পত্রিকার অধিকাংশ লেখাই হয় জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির যা শিশু-কিশোরদের জন্য খুব জরুরি। এদের প্রকাশনা বিভাগটিও খুব ভালো। সেখান থেকে আমার নিজের বই প্রকাশিত হয়েছে। বইয়ের ছাপাই, বাঁধাইয়ের মান সুন্দর। অলঙ্করণ চমৎকার। সবথেকে যেটা ভালো তা হল, মুদ্রণ প্রমাদ, বানান ভুল নেই বললেই চলে। আমি নৈর্ঋত প্রকাশনের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি।