সঞ্জয় কর্মকার : ২০২১ সাল থেকে মাত্র তিন বছরের সময়কালের মধ্যে এই প্রকাশনির সুখ্যাতি বহুধাবিস্তৃত। প্রতিটি বই নির্মাণে সবিশেষ যত্ন, বিষয়বস্তুর বৈচিত্র বা মুদ্রণ কাজে নৈর্ঋত প্রকাশন অন্যদের থেকে নিজের স্বতন্ত্রতা সহজেই তৈরি করতে পেরেছে। একইসঙ্গে বইয়ের যথাযথ ডিসট্রিবিউশন বা বাণিজ্যিক সাফল্যের দিকেও এই প্রকাশনি নজির সৃষ্টি করেছে। সর্বোপরি, লেখকদের সঙ্গে আন্তরিক সম্পর্ক হোক বা তাঁদের প্রাপ্য রয়্যালটি যথাযথ সময়ে সসম্মানে মিটিয়ে দেওয়ার প্রসঙ্গ—- এক্ষেত্রেও নৈর্ঋত প্রকাশন অত্যন্ত স্বচ্ছ, দায়িত্বশীল। সুতরাং, এই প্রকাশনির একজন লেখক হিসেবে আমি গর্বিত ও আনন্দিত। এবং এই আশা রাখি, অদূর ভবিষ্যতে নৈর্ঋত প্রকাশন দেশ-বিদেশের প্রতিটি বাঙালি পাঠকের কাছে যার পর নাই সমাদর অর্জন করবে।