সাম্প্রতিক কালের ছোটোদের প্রকাশনায় একটা বড়ো জায়গা করে নিয়েছে র্নৈঋত প্রকাশন : তপন বন্দোপাধ্যায়

সাম্প্রতিক কালের ছোটোদের প্রকাশনায় একটা বড়ো জায়গা করে নিয়েছে র্নৈঋত প্রকাশন। কয়েক বছরের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ শিশু ও কিশোরগ্রন্থ প্রকাশ করে সাড়া ফেলে দিয়েছে ছোটোদের জগতে। শিশু ও কিশোরসাহিত্যিকরাও তাঁদের শ্রেষ্ঠ গ্রন্থগুলি প্রকাশ করতে দিয়েছেন র্নৈঋতকে। এ বছর কলেজ স্ট্রিটে একটি চমৎকার শোরুম উদবোধন করেছেন ।
তাদের প্রকাশনা থেকে ছোটোদের জন্য একটি ঢাউস পত্রিকা ‘জলফড়িং’ বেরোচ্ছে প্রতি বছর যা পড়ায় জন্য হুড়োহুড়ি পড়ে গেছে খুদে পাঠকদের মধ্যে।
র্নৈঋত প্রকাশন আরও এগিয়ে চলুক সদর্পে।
ছোটদের নিয়ে তারা যেভাবে ভাবছেন তা খুবই আশাব্যঞ্জক।