আমাদের কথা

করোনার আবহে যখন ঘরবন্দি মানুষের জনজীবন বিপর্যস্ত, শিশু কিশোর মন ভারাক্রান্ত, চারিদিকে আতঙ্কের পরিবেশ, ঠিক সেই সময়ে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে ৭ই আগস্ট ২০২০ নৈর্ঋতের পথচলা শুরু। উদ্দেশ্য ছিল শিশু কিশোর উপযোগী অথচ সবার পড়ার মতো বই ও পত্রিকা প্রকাশ করে ওই কঠিন করোনা পরিস্থিতিতে খানিকটা মানসিক ক্লান্তির উপশম করা।নৈর্ঋত প্রকাশিত পত্রিকা জলফড়িং সেই আবহেই উড়ান শুরু করে। পাঠকের ভালোবাসা ও সমাদরে জলফড়িং চার বছরে পর্দাপণ করেছে। শিশু কিশোর উপযোগী সবার পড়ার মতো শতাধিক গল্প,উপন্যাস,ছড়া, কবিতা,প্রবন্ধ, কমিকসের বই আত্মপ্রকাশ করেছে। আগামীতে আরো অনেক ভালো ভালো বই প্রকাশের অপেক্ষায়।নৈর্ঋত প্রকাশ করতে চায় সুখপাঠ্য দৃষ্টিনন্দন বই যার আবেদন চিরকালীন।নৈর্ঋত সংবেদনশীল পাঠকের সঠিক ঠিকানা।

লেখক বেস্ট সেলিং

মৃণালকান্তি দাস

জন্ম ৩ ফেব্রুয়ারি ১৯৭৬। শৈশব কটেছে হাবড়ায়। স্কুলজীবন কেটেছে কলকাতার পিকনিক গার্ডেনে। মডার্ন স্কুল পরে হেরম্বচন্দ্র কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক। ছাত্রজীবন থেকে লেখালেখির কাজে যুক্ত। ২০০৪ থেকে সাংবাদিকতার পেশায় যুক্ত। বহু ছোট সাময়িকী পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত। স্বশিক্ষিত চিত্রশিল্পী হিসাবে বহু বইয়ের প্রচ্ছদ নির্মাণ। সহকর্মী, বন্ধুদের প্রভাবে মুক্তচিন্তার পথ উন্মোচিত। নেশা বই পড়া, বইয়ের প্রচ্ছদ-অলঙ্করণ, মেহনতি মানুষের জীবনের গল্প শোনা আর নতুন কোনও জায়গায় হারিয়ে যাওয়া…