দীপান্বিতা রায়

দীপান্বিতা রায়ের ছোটবেলা কেটেছে শিল্পশহর বার্নপুরে। স্কুলের পাঠ সেখানেই। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ৫ সাহিত্য নিয়ে পড়াশোনা। পেশায় বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিক। লেখালিখির শুরু ২০০৮ সাল থেকে। ইতিমধ্যেই ছোটদের এবং বড়দের লেখার জগতে পরিচিত নাম। ছোটদের জন্য রূপকথা, অ্যাডভেঞ্চার, ভূত, গোয়েন্দা কিংবা কল্পবিজ্ঞান সবই তাঁর কলমে সমান মনোগ্রাহী। তাঁর লেখা বাহারে বারো, লাল-নীল রাজার দেশ, তেরোর ত্রাস, গবেষণাগারে গুপ্তচর, বড়মার বাক্স কিংবা মহীদাদুর অ্যান্টিডোট কিশোরদের মধ্যে খুবই জনপ্রিয়। জাতীয় স্তরে ন্যাশনাল বুক ট্রাস্ট তাঁর বই প্রকাশ করেছে এবং সেই বই ভারতের বিভিন্ন ভাষায় অনূদিতও হয়েছে। দীপান্বিতা পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর অ্যাকাডেমির এক্সিকিউটিভ কমিটির মাননীয় সদস্য এবং অ্যাকাডেমি থেকে প্রকাশিত পত্রিকা চির সবুজ লেখার সম্পাদকমণ্ডলীর সদস্য। অ্যাকাডেমির তরফে প্রতিবছর যে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়, তিনি তারও কমিটি মেম্বার। চলচ্চিত্র উৎসবের বিভিন্ন প্রকাশনার দায়িত্বও তাঁর ওপরেই থাকে। দীপান্বিতা রায় পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার, গজেন্দ্রকুমার মিত্র সুমথনাথ ঘোষ পুরস্কার, সাধনা সেন পুরস্কার, দশভুজা পুরস্কার এবং নীল দিগন্ত পুরস্কার।

Showing all 2 results