ড. অশোককুমার বন্দ্যোপাধ্যায়
ড. অশোক কুমার বন্দ্যোপাধ্যায় M.Sc. Ph.D মহোদয় পশ্চিমবঙ্গের হুগলী জেলাস্থ প্রসাদপুর (ব্লক জাঙ্গিপাড়া) গ্রামে এক নৈষ্ঠিক শ্রীরামকৃষ্ণ-ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সঙ্গীতাচার্য পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, মাতা শ্রীমতী হরিমতী দেবী। শ্রীরামকৃষ্ণ বেদান্তমঠের (কলিকাতা) পঞ্চম অধ্যক্ষ শ্রীমৎ স্বামীপ্রজ্ঞানানন্দ মহারাজের মন্ত্রশিষ্য ও তাঁর পূর্বাশ্রমের ভ্রাতুষ্পুত্র। বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের কৃতী ছাত্র ড. বন্দ্যোপাধ্যায় ছাত্রাবস্থা থেকেই সংঘের প্রবীণ ও নবীন সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজগণের পূত সান্নিধ্য লাভ করে ধন্য হন। কর্মজীবন কেটেছে রাণীগঞ্জ টি. ডি. বি. কলেজে রসায়ন শাস্ত্রের অধ্যাপনা করে। তিনি ‘স্বামী প্রজ্ঞানানন্দ’ জীবনীগ্রন্থের প্রণেতা। সাহিত্যানুরাগী অধ্যাপক অবসর জীবনে সঙ্গীতাচার্যের কথকতার পুঁথি যথাযথ সম্পাদনা করে গ্রন্থাকারে সুধী সমাজকে উপহার দিয়েছেন। আমরা এই গ্রন্থের বহুল প্রচার কামনা করি।
Showing the single result
-
Original price was: ₹550.00.₹440.00Current price is: ₹440.00.