গোপাল মিস্ত্রি

জন্ম ২৬ মে ১৯৬৩। ছোটবেলাতেই সাহিত্য চর্চায় হাতেখড়ি। পাঠ্যপুস্তকের সাহিত্য সম্ভারই তাঁর লেখালেখির অনুপ্রেরণা। শুরু হয় কবিতা দিয়ে। বিক্ষিপ্তভাবে দু’একটি লেখা লিটল ম্যাগাজিনে প্রকাশ। আশির দশকের গোড়ায় নিজেও দেওয়াল পত্রিকা প্রকাশ করেছেন। যদিও পরবর্তীকালে পেশাগত কারণে সেই চর্চায় ছেদ পড়ে। প্রায় পঁচিশ বছর পর মনের খিদে মেটাতে আবার লিখতে বসা। সাংবাদিকতা পেশায় দীর্ঘ পঁয়ত্রিশ বছরের কর্মজীবনে বহু অভিজ্ঞতায় ভরা তাঁর ঝুলি। বিটিত্র মানুষ দেখেছেন যারা তাঁর লেখার চরিত্র হয়ে উঠেছে। খবরের ভিতরেও খুঁজে পেয়েছেন তাঁর গল্পের চরিত্রদের। তাই সাহিত্যচর্চায় কল্পনার চেয়ে বেশি বাস্তব জীবনের আনন্দ বেদনার ছবি ফুটে ওঠে তাঁর প্রতিটি লেখায়। জীবনের গল্প বলতেই পছন্দ করেন লেখক।

Showing all 4 results