কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়
জন্ম ১৯৬৪ সাল। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। পেশার বাইরে তাঁর নেশা হল সাহিত্য, শিল্প আর সংস্কৃতি। তাই একদিকে যেমন বিভিন্ন নামীদামী পত্রপত্রিকায় আর ওয়েবজিনে গল্প, উপন্যাস বা কবিতা প্রকাশের মাধ্যমে তিনি প্রথিতযশা সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত, ঠিক তেমনই তার পাশাপাশি নাটক, নৃত্যনাটা ও শ্রুতিনাটক রচনা এবং মঞ্চায়নের মাধ্যমে বিকশিত তাঁর প্রতিভা। লেখেন ছোটবড় সকলের জন্যই। আর সে লেখা বিভিন্ন ধারায় বিকশিত। তাই কিশোরদের জন্য অ্যাডভেঞ্চার, কল্পবিজ্ঞান, অলৌকিক বা রূপকথার পাশাপাশি জীবন থেকে উঠে আসা রূঢ় বাস্তবও অনায়াসে চিত্রিত হয়ে যায় তাঁর সাবলীল কলমে। উঠে আসে জীবনের অন্ধকার দিক আর তার বাসিন্দারা। আর সেই সঙ্গে ঝলসে ওঠে জীবনের মানবিক রূপ। কৃষ্ণেন্দুর এ যাবৎ প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৫। তার মধ্যে ‘আরশিনগর’, ‘ভূতের বৃন্দাবন’, ‘দুর্দান্ত দশ’, ‘পাতায় পাতায় ভয়’, ‘গুহা গোখরো গুপ্তধন’ প্রভৃতি গ্রন্থগুলি ইতোমধ্যেই সুধী পাঠকসমাজের কাছে সমাদৃত। সেইসঙ্গে অসংখ্য ছোটবড়ো সংকলনে মুদ্রিত হয়েছে তাঁর লেখা। তাঁর রচিত ও সুরারোপিত বহু নাটক ও নৃত্যনাট্য বিভিন্ন মঞ্চে সফলভাবে মঞ্চস্থ হয়েছে। অপেরা-নাটক “আলাদিন” বেশ কয়েকবার মঞ্চস্থ হওয়া ছাড়াও হাওড়ার একটি নাট্য কর্মশালায় ব্যবহৃত হয়েছে। একসময় সম্পাদনা করেছেন সাহিত্য পত্রিকা “আলো অন্ধকার”। পেয়েছেন কয়েকটি পুরস্কার, যার মধ্যে “কিশোর ভারতী সাহিত্য পুরস্কার”, “সংশপ্তক পুরস্কার”, “টেগোর ভিলেজ সাহিত্য সম্মাননা” প্রভৃতি উল্লেখযোগ্য।
Showing all 4 results
-
Original price was: ₹240.00.₹192.00Current price is: ₹192.00.
-
উরিব্বাস ! ভুত ৫০!! (Urribas Vut 50)
Original price was: ₹550.00.₹440.00Current price is: ₹440.00.