মৌসুমী বন্দ্যোপাধ্যায়

জন্ম ১৯৭২ সালের ২৭শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। ছোট থেকে পড়াশোনার পাশাপাশি নৃত্যকলা চর্চার মাধ্যমে শিল্প ও সংস্কৃতির সঙ্গে পরিচয়। পড়াশোনা বাণিজ্য নিয়ে হলেও সাহিত্যের প্রতি প্রীতি শৈশব থেকেই। সেই টান থেকেই লেখালেখির শুরু। লেখেন ছোট বড় সকলের জন্যই। আনন্দবাজার স্কুল, সাপ্তাহিক বর্তমান, আজকাল রবিবাসর, সুখবর, কথাসাহিত্য, গল্পপাঠ, পুরুলিয়া দর্পণ, ভবিষ্যৎ সহ বিভিন্ন বাণিজ্যিক, অবাণিজ্যিক মুদ্রিত ও ওয়েব ম্যাগাজিনে গল্প, অণুগল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে একটি অণুগল্পের ইবুক ও একটি ছোটগল্প সংকলন। একক অণুগল্পের সংকলন শপিজেন বাংলা থেকে। নাম ‘একটু শোনো’। আর খোয়াই পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়েছে বড়দের ভৌতিক ও অলৌকিক গল্পের সংকলন। নাম ‘বড়দের ভয়ের তেরো’। এছাড়াও বহু যৌথ সংকলনে ও পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে তাঁর গল্প এবং অণুগল্প।

Showing all 2 results