নলিনী বেরা

জন্ম ২০ জুলাই ১৯৫২, পশ্চিমবঙ্গ ওড়িশা সীমান্তের কাছাকাছি সুবর্ণরেখা নদীতীরে জঙ্গলাকীর্ণ বাছুরখোঁয়াড় গ্রামে এক সাধারণ দরিদ্র পরিবারে। রোহিণী রুক্মিণীদেবী হায়ার সেকেন্ডারী স্কুলের গণ্ডী পেরিয়েই বাড়ি ছেড়ে চলে আসেন। এরপর অদ্ভুত কষ্টকর এক বোহেমিয়ান জীবন। ঝাড়গ্রাম ও কলকাতায় অর্থনীতি নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশুনো। ডবলিউ.বি.সি.এস পরীক্ষায় এ গ্রুপে স্থান পেয়ে রাজ্য সরকারের পদস্থ আধিকারিক। কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু। প্রথম প্রকাশিত উপন্যাস ‘ভাসান’। প্রথম গল্প ‘ঝাড়েশ্বর পানীর ইলিশ ধরা’। বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার পান ২০০৮-এ, ‘শবরচরিত’ এবং আনন্দপুরস্কার পান ২০১৯-এ ‘সুবর্ণরেণু সুবর্ণরেখা’ উপন্যাসের জন্য।

Showing the single result