রাজশ্রী বসু অধিকারী

বাংলা সাহিত্যের অন্যতম এক কর্মী সদস্য রাজশ্রী বসু অধিকারী। লেখক জীবন শুরু ২০০৮ সালে দেশ পত্রিকায় প্রকাশিত গল্প “আমি ভাল আছি” দিয়ে। আনন্দমেলা কিশোরভারতী শুকতারা আমপাতা জামপাতা ইত্যাদি পত্রিকা ও শারদীয়ায় অসংখ্য ছোটদের গল্প ও দুটি ধারাবাহিক উপন্যাস লিখলেও লেখকের এযাবত প্রকাশিত বইগুলো মূলতঃ বড়দের জন্য। এই “গিনি যখন বিঞ্জানী” বইটি লেখকের প্রথম প্রকাশিত শিশুকিশোরপাঠ্য উপন্যাস।

Showing the single result