শীর্ষেন্দু মুখোপাধ্যায়
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ খ্রিস্টাব্দের ২ নভেম্বর অবিভক্ত ভারতের বিক্রমপুরে। বাবার রেলের চাকরির সুবাদে শৈশবে তাঁর ছিল নানা জায়গায় বসবাসের এক যাযাবর জীবন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু হয় তাঁর এপার বাংলার জীবন। অসম, বিহার, উত্তরবঙ্গে কেটেছে শৈশবের দিনগুলো। প্রথমে জলপাইগুড়ির ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনে ক্লাস এইট পর্যন্ত পড়াশুনো করেন। এর পর কুচবিহারের মিশনারি স্কুলের বোর্ডিং জীবন। তারপর ভিক্টোরিয়া কলেজ থেকে আই. এ. পাশ করেন। কলকাতার কলেজ থেকে বি. এ. এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাসাহিত্যে স্নাতকোত্তর পাশ করেন।
স্কুলে শিক্ষকতা দিয়ে শুরু হয় তাঁর কর্মজীবন। তারপর সাংবাদিকতা আনন্দবাজার পত্রিকায়। তাঁর প্রথম গল্প ‘জলতরঙ্গ’ প্রকাশিত হয় ‘দেশ’ পত্রিকায়। প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’ ‘দেশ’ পত্রিকার শারদীয় সংখ্যায় প্রকাশিত হয় ১৯৬৭ খ্রিস্টাব্দে। প্রথম কিশোর উপন্যাস ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। অজস্র কিশোর গল্পের স্রষ্টা। ১৯৭৩ এবং ১৯৯০ খ্রিস্টাব্দে দু’বার আনন্দ পুরস্কার এবং ১৯৮৫ খ্রিস্টাব্দে কিশোর সাহিত্যের জন্যে পান ‘বিদ্যাসাগর পুরস্কার’। ১৯৮৯ খ্রিস্টাব্দে সাহিতা আকাদেমি পুরস্কার’ ‘মানবজমিন’ উপন্যাসের জন্যে। ২০১২ খ্রিস্টাব্দে ‘বঙ্গবিভূষণ’ এবং ২০২১ খ্রিস্টাব্দে সাহিত্য আকাদেমির ফেলো নির্বাচিত হন।
Showing the single result