শিশির বিশ্বাস

শিশির বিশ্বাস। জন্ম ৫ জানুয়ারি ১৯৪৯। অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিক। প্রথম প্রকাশিত গল্প বিখ্যাত ‘মৌচাক’ পত্রিকায়। কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে সাহিত্যচর্চা অনিয়মিত। তবু যখনই সুযোগ হয়েছে কলম ধরেছেন ছোটদের জন্য। প্রশংশিত হয়েছে পাঠকের দরবারে। কিশোর সাহিত্য ছাড়াও লিখেছেন বেশ কয়েকটি ঐতিহাসিক গল্প-উপন্যাস। এ পর্যন্ত ‘শুকতারা’, ‘সন্দেশ’, ‘কিশোর ভারতী’, ‘আনন্দমেলা’, ‘শিশুমেলা’, ‘রঙবেরঙ’, ‘জলফড়িং’ প্রভৃতি পত্রপত্রিকায় প্রকাশিত গল্প ও উপন্যাসের সংখ্যা কয়েকশত। প্রথম গ্রন্থ ‘নিউস্ক্রিপ্ট’ প্রকাশিত ‘বাঘবন্দি মন্তর’। তারপর একে একে প্রকাশিত হয়েছে আরো বহু গ্রন্থ। তার কয়েকটিঃ ‘শিশু সাহিত্য সংসদ’ প্রকাশিত ‘আম বাগানের পদ্মগোখরো’, ‘মৃন্ময়ী মন্দিরের তোপদার’, ‘সোনার পাহাড়’, ‘পাথরের চোখ’, জনাইগড়ের জঙ্গল রহস্য’।’ এছাড়া গ্রন্থ প্রকাশ করেছেন দেব সাহিত্য কুটির, নির্মল বুক এজেন্সি, মায়াকানন, জয়ঢাক, অরণ্যমন প্রভৃতি প্রকাশন সংস্থা। তার কয়েকটি:’নিশুতি রাতে আসে’, ‘সাঁঝরাতের অন্ধকার’, ‘জল জঙ্গল নরখাদক সমগ্র ১ম খন্ড’, ‘মৃত্যু যখন ডাক দেয়’, ‘বাদাবনে আতঙ্ক’, ‘হটাৎ এল জার্মাদ’, ‘বর্মার অন্ধকারে’, ‘মায়ংয়ের মন্ত্র’, সাক্ষী ছিলেন পূর্ণচন্দ্র’ প্রভৃতি।

Showing the single result