সোমনাথ দে

সোমনাথ দে আবৃত্তি জগতে এক পরিচিত নাম। মাধ্যমিকের পরে নিয়মিত আবৃত্তি শেখার শুরু আবৃত্তি আচার্য শ্রী উৎপল কুণ্ডুর কাছে। ১৯৮২ সালে কলেজ জীবনে শুরু করেন আবৃত্তি সংগঠন শ্রুতিমঞ্জিল। ১৯৯৬ এ প্রথম আবৃত্তির ক্যাসেট ‘কয়্যার আবৃত্তি’। এরপরে ১৯৯৮ সালে ‘ভাবুন মশাই ভাবুন’ এবং ২০০৪ সালে আবৃত্তি ব্যান্ড এর সিডি ‘১ এর পিঠে ৫ প্রকাশিত হয়। সেই ১৯৮২ থেকে আজও সোমনাথ দে’র নির্দেশনায় পথ চলছে শ্রুতিমঞ্জিল। আবৃত্তি নিয়ে কাজ করেছেন বিভিন্ন জনপ্রিয় আবৃত্তি শিল্পীদের সাথে। শ্রুতিমঞ্জিলের জনপ্রিয় নিবেদনের মধ্যে কামাল পাশা, দেবতারগ্রাস, নারী, আলোর পথযাত্রী, শপথ উল্লেখ্য। কবিতার বারান্দা সেই দীর্ঘ পথচলার একটি ফসল। আশাকরি এই বইটি বিভিন্ন আবৃত্তি শিল্পীদের কাছে সানন্দে গৃহীত হবে।

Showing the single result