অনিতা অগ্নিহোত্রী
অনিতা অগ্নিহোত্রী জন্ম ও পড়াশোনা কলকাতায়। অর্থনীতি পড়েছেন প্রেসিডেন্সী কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ছোটদের জন্য লেখালিখির শুরু সন্দেশ পত্রিকায়, বারো বছর বয়সে। পরে নিয়মিত লিখেছেন সন্দেশ, আনন্দমেলা, টগবগ ইত্যাদি নানা পত্রিকায়। বড়দের জন্য গল্প উপন্যাস প্রবন্ধ লেখার পাশাপাশি ছোটদের জন্য লিখেছেন অনেক গুলি বই। আকিম ও পরিকন্যে, আকিম নিরুদ্দেশ, বন্দী রাজকুমার, জয়রামের সিন্দুক, এবু গোগো, গাছেরা গেল বেড়াতে। দেশের নানা প্রান্তে ঘুরেছেন। তাঁর লেখায় তাই আসে অচেনা বন পাহাড় আর অদেখা মানুষ জনের জীবন। কিন্তু কলমের মায়ায় তাদের একেবারে আপন বলেই মনে হয়। মানুষ, পশু পাখি, প্রকৃতি সব মিলিয়ে যে পৃথিবী, তার কথা বার বার ফিরে আসে গল্প গুলিতে। বিবাহ সূত্রে মহারাষ্ট্র কে আপন করেছেন তাই অনিতা অগ্নিহোত্রী নামে লেখেন ১৯৮২ থেকে। নানা সাহিত্য পুরস্কারে সম্মানিত। অনূদিত হয়েছেন দেশের ও বিদেশের নানা ভাষায়।
Showing all 2 results