চন্দন নাথ

জন্ম ১৯৬৭ সালে। জন্মস্থান মথুরা হলেও আশৈশব বেড়ে ওঠা অধুনা পূর্ব বর্ধমান জেলার বিদ্যানগর গ্রামে। ছোটোবেলার দিনগুলো কেটেছে সবুজে সাজানো প্রকৃতির কোলে। শৈশব-কৈশোরে প্রকৃতির বুক থেকে যত্নে কুড়িয়ে নেওয়া রঙই জড়িয়ে থাকে লেখায়-লেখায়। থাকে সমাজ সচেতনতার বার্তাও। ছোটোদের প্রতি ভালোবাসার টানেই কিশোর বাহিনী সংগঠনের সঙ্গে যুক্ত। ছোটোদের বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত ছড়া-কবিতা-গল্প আর নানান ধরনের লেখার পাশাপাশি দীর্ঘ দিন ধরে কিশোর বাহিনীর ত্রৈমাসিক পত্রিকা ‘রঙবেরঙ’-এর সম্পাদনার কাজে যুক্ত। সব বয়সি পাঠক এবং বাচিক শিল্পীর কাছে আদৃত হয়েছে তাঁর ছড়া-কবিতা, এটাই তাঁর বড়ো প্রাপ্তি।

Showing all 3 results