জয়ন্ত দে

“পেন্ডুলাম” লিখে শুরু হয়েছিল জয়ন্ত দে’র গল্পের ভুবন। এর পরে একে একে লেখেন অবিস্মরণীয় সব ছোটগল্প। লেখালিখির প্রথম পর্বেই তাঁর ছোটগল্প সম্মানিত হয় পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমি প্রদত্ত সোমেন চন্দ পুরস্কারে। এই বাংলার সব নামী পত্রপত্রিকা তাঁর লেখা প্রকাশিত হয়। ওপার বাংলাতেও তাঁর গল্প সমান সমাদৃত। বাংলাদেশ থেকেও প্রকাশিত হয়েছে একাধিক বই। লেখেন ছোটদের গল্প, উপন্যাস। প্রকাশিত বইয়ের সংখ্যা চল্লিশ। পেশায় সাংবাদিক ও একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক। পেয়েছেন একাধিক সাহিত্য পুরস্কার, নামি পত্রপত্রিকায়।

Showing all 3 results