শান্তনু বসু

জন্ম ১৯৭৩ সালের ২৬ জানুয়ারি, উত্তর ২৪ পরগনা জেলায়। বাবা সরোজকুমার বসু। মায়ের নাম অনিমা বসু। স্কুলের পাঠ, বারাসত প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্বববিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশায় সরকারি আধিকারিক। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যুগ্ম সচিব পদে কর্মরত। নাটক রচনা দিয়ে লেখালেখি শুরু। প্রথম মৌলিক নাটক ‘রিয়েলিটি’ প্রকাশিত হয় ২০১০ সালে। এই নাটকের জন্য জাতীয় স্তরে একটি একাঙ্ক নাটক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পান। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখির সূচনা ২০১৩ সাল থেকে। এ পর্যন্ত বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে লেখকের অনেকগুলি কিশোর উপন্যাস ও কিশোর গল্প সংকলন প্রকাশিত হয়েছে। নৈর্ঋত প্রকাশন থেকে বেরিয়েছে কিশোরদের জন্য লেখা ঐতিহাসিক আখ্যান ‘ইঙ্গবণিকের বঙ্গবিজয়’।

Showing all 4 results