সর্বাণী বন্দ্যোপাধ্যায়

ঐতিহ্যময় শহর চন্দননগরের স্থায়ী বাসিন্দা সর্বাণী বন্দ্যোপাধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করার পরে চন্দননগরের একটি হায়ারসেকেন্ডারি স্কুলে দীর্ঘদিন অর্থনীতির শিক্ষিকা ছিলেন। কৈশোরেই স্কুল ম্যাগাজিনে প্রথম কবিতাটি এবং ১৯৯৬ সালে প্রথম গল্প প্রকাশিত হয় ‘দিবারাত্রির কাব্য’ পত্রিকায়। ২০০১ সালে ‘দেশ’ পত্রিকায় প্রথমে কবিতা পরবর্তীকালে গল্প প্রকাশিত হয়। ‘আনন্দবাজারের প্রায় সবকটি বিভাগে, ‘বর্তমান’, ‘আজকাল’, ‘প্রতিদিন’, ‘তথ্যকেন্দ্র’, ‘উত্তরবঙ্গ সংবাদ’ ছাড়াও, ‘অনুষ্টুপ’, ‘কুঠার’, ‘এবং মুশায়ারা’, ‘জলঘড়ি’ ইত্যাদি লিটল ম্যাগাজিনেও তার বড়দের এবং ছোটদের জন্য কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ প্রকাশের ধারা অব্যাহত। আনন্দমেলা শারদীয়ায় দু’বছর তার দুটি উপন্যাস এবং শারদীয়া আনন্দবাজার পত্রিকায় একটি গল্প প্রকাশিত হয়েছে। উত্তরবঙ্গ সংবাদ কাগজে তার দুটি উপন্যাস এবং বিভিন্ন অনলাইন পত্রিকায় তার চারটি উপন্যাস ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। প্রকাশিত উপন্যাস নটি, গল্পগ্রন্থ চারটি, এবং কবিতার বই দুটি। উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল, গল্পসংগ্রহ, বালিরপুতুল, * মাসাইমারার বিশল্যকরণী, মণিকোঠার বর্ণমালা, হিমশীতল রহস্য নামক ছোটদের এবং চল নিধুবনে, যাযাবর পাখিদের রূপকথা, আয়না, পদ্মপাতার ভেলা নামক বড়দের উপন্যাস।

Showing the single result